আমাদের লক্ষ ও উদ্দ্যেশ্য


মহান আল্লাহ তাআলা বলেছেন, "তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়" (৪১:৩৩)। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়" (বুখারি: ৫০২৭)। আমাদের অভীষ্ট লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে সামিল হওয়া। এই মূল লক্ষ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি ও ডেটা বিশ্লেষণ ব্যবহার করে কুরআনের শিক্ষাকে সাধারণ শিক্ষিত ব্যক্তিবর্গ এবং তলিবে ইলমদের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপন করা। এ উদ্দেশ্যে আমরা নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছি এবং প্রযুক্তিগত অগ্রগতি ও কুরআন অধ্যয়নের মাধ্যমে আমাদের কাজকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করছি।

কুরআন নিয়ে আমাদের উদ্যোগ

আমাদের অ্যাপে কুরআন স্টাডি করার জন্য একটি সহজ ও ব্যবহারবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে আপনি একাধিক অনুবাদ, তাফসির, এবং আয়াত সংশ্লিষ্ট অন্যান্য আয়াত ও হাদিস এক ক্লিকে দেখতে পারবেন। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে কুরআনের অন্যান্য স্থান এবং হাদিসে কী বলা হয়েছে, তা একই স্ক্রিনে সহজে উপলব্ধ হবে। আমরা কুরআন বিষয়ক গবেষণাকে আরও গভীরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে প্রতিটি আয়াতকে অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করা সহজ হয়।

হাদীস নিয়ে আমাদের উদ্যোগ

আমরা প্রতিটি হাদিসের সাথে সংশ্লিষ্ট অন্যান্য হাদিসগুলোকে একত্রে উপস্থাপনের চেষ্টা করছি, যাতে হাদিসে আলোচিত বিষয়গুলো সহজে ও স্পষ্টভাবে বোঝা যায়। হাদিসের বিষয়বস্তুর সাথে কুরআনের সংশ্লিষ্ট বিষয়গুলোও যুক্ত করা হয়েছে, ফলে কুরআন ও হাদিসকে সমন্বিতভাবে বোঝা সহজ হয়। আমাদের উদ্যোগে, আমরা ৭টি প্রধান হাদিসের কিতাবকে বিষয়ভিত্তিকভাবে সাজানোর চেষ্টা করছি, যাতে কোনো নির্দিষ্ট বিষয়ের হাদিস এক ক্লিকে সহজে খুঁজে পাওয়া যায়।

ভবিষ্যৎ পরিকল্পনা

ইনশাআল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। আমরা আরও অনেক ইসলামিক প্রকল্পের পরিকল্পনা করেছি, যা ধীরে ধীরে আল্লাহর সাহায্য নিয়ে বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের গবেষণায় যে কেউ তাদের সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করতে পারেন। যেহেতু আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা হচ্ছে, তাই আমাদের সোর্স উল্লেখ করে যে কেউ আমাদের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন, ইনশাআল্লাহ।

01
Quran and sunnah
Organize your workflow efficiently.
02
Muslim 24/7
Reach your audience with impact.
03
Research
Gather insights for better decisions.
04
Analysis
Visualize and understand your data.
05
Information
Deliver organized and verified content.

কুরআন ও সুন্নাহ এর ফিচার সমূহ

আল কুরআন বিষয়ক


  • ১- আল কুরআন এর ৭ টি অনুবাদ।  
  • ২- আল কুরআন এর ৫ টি তাফসীর।
  • ৩- প্রতিটি আয়াতের রিলেটেড আয়াত।
  • ৪- প্রতিটি আয়াতের রিলেটেড হাদীস।(চলমান)
  • ৫- আয়াতের সাথে রিলেটেড সাইন্স। (চলমান)
  • ৬- সাব্জেক্ট ওয়াইজ কুরআন ভিউ।
  • ৭- ওয়ার্ড বাই ওয়ার্ড কুরআন ভিউ।
  • ৮- কুআনের শব্দ, বাক্য, তাফসির ও বিজ্ঞ্যান দিয়ে এনালাইসিস করার সুবিধা।

বিষয় ভিত্তিক কুরআন


  • ১- বিষয় ভিত্তিক আল কুরআন ।
  • ২- আল কুরআন এর "বিষয় অভিধান"।
  • ৩- কুরআন দিয়ে কুরআন এর ব্যখ্যা বুঝার সুবিধা।
  • ৪- প্রতিটা বিষয়ের একি রকম আয়াত সমূহ একসাথে ।
  • ৫- বিষয় ভিত্তিক আল কুরআন এর সাথে সে বিষয়ের আলোচিত হাদীস সমূহ কে কানেক্ট করা। (চলমান)
  • ৬- কুরআনে আলোচিত প্রতিটা টপিক বা বিষয়কে সুরা ভিত্তিক, বিষয় ভিত্তিক সার্চ করে এনালাইসিস করার সুবিধা।

হাদীস বিষয়ক


  • ১- ৭ টি হাদীসে কিতাব ।
  • ২- প্রতিটি হাদীসের মধ্যে আলোচিত বিষয়ে অন্য হাদীস এস সাথে দেখা।
  • ৩- বিষয় ভিত্তিক হাদীস ৭ কিতাবের।
  • ৪- হাদীসের ব্যাখ্যা বুঝা হাদীস দিয়ে ।
  • ৫- হাদীসে আলোচিত বিষয়ে কুরআন এর আয়াত। (চলমান)
  • ৬- কিতাব> অধ্যায়> অনুচ্ছেদ ভিত্তিক সহজের পড়ার ব্যাবস্থা ।
  • ৭- ৭টি কিতাব দিয়ে, হাদীসের নাম্বার, বাক্য, বর্ণনাকারী, অনুচ্ছেদ ও বিষয় টপিক দিয়ে হাদীস সার্চ দিয়ে এনালাইসিস করা।





লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন